চলন্ত গাড়ি থেকে পড়ে গেল ১০ মাসের শিশু, অতপর… (ভিডিও)
চলন্ত গাড়ি থেকে পড়ে গেল দশ মাসের এক শিশু। তবে পথচারীদের সহযোগিতায় প্রাণে বেঁচে গেছে শিশুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনাটির ভিডিও। চীনের জিয়াংসু প্রদেশের চাংঝু শহরে ঘটেছে ঘটনাটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি করে মা-বাবার সঙ্গে যাওয়ার সময় আচমকাই রাস্তায় পড়ে যায় শিশুটি। তার মা-বাবার খেয়াল না করায় তারা গাড়িটি নিয়ে চলে যান। তবে সৌভাগ্যবশত, রাস্তার আশেপাশে থাকা মানুষজন ঘটনাটি দেখতে পান। তারাই তড়িঘড়ি করে শিশুটিকে উদ্ধার করেন। ফলে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষপর্যন্ত ওই শিশুটিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কোথাও আঘাত না থাকলেও চিকিৎসকরা তাকে ভর্তি রাখার পরামর্শ দিয়েছেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। সন্তানের প্রতি মা-বাবার এরকম উদাসীন মনোভাবের সমালোচনাও করেছেন অনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন