চলন্ত গাড়ির জানালার বাইরে টপলেস নারী! হঠাৎ…

তীব্র গতিতে ছুটছে গাড়ি। ছুটির আনন্দে উৎফুল্ল এক রুশ নারী প্রথমে জানালার বাইরে হাত বের করলেন
কিন্তু, ফূর্তির আনন্দ তাতে মিটছিল না তার। মাথাও বের করলেন। একপর্যায়ে টপলেস হয়ে যান তিনি। আর এরকম অসতর্কতার ফল যা হয় তাই হল।
রাস্তার এক লাইট পোস্টে জোরে ধাক্কা খায় ওই নারীর মাথা। এবং তৎক্ষণাৎ মৃত্যু। তীব্র গতির গাড়ি তখন ধীরে হচ্ছে। কিন্তু, বাইরেই ঝুলছে ওই মহিলার অর্ধনগ্ন দেহ।
রাশিয়ার এই ঘটনার ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
যেখানে বছর ৩৫-এর বরিসনোভা বোরোডিনার এমন মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এক সন্তানের মা বরিসনোভা বন্ধুর সঙ্গে লং-ড্রাইভে বেরিয়েছিলেন।
রাশিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত, বরিসনোভাকে নিটকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গাড়ির গতি তীব্র থাকায়, ধাক্কার পর আর বাঁচানো সম্ভব হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















