চলন্ত ট্রাকের সামনে লাফ দিয়ে কারাগারে সৌদি যুবক (ভিডিও)
সৌদি আরবের পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। চলন্ত একটি ট্রাকের সামনে বিপজ্জনকভাবে তিনি লাফ দেন। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।
সৌদি আরবের ট্রাফিক বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, রাস্তায় চলাচলকারী অন্যদের জীবন হুমকিতে ফেলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, গত সপ্তাহে ওই ব্যক্তি মদিনার একটি হাইওয়ের পাশে গাড়ি রেখে দাঁড়িয়ে আছেন। কিন্তু দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সামনে হঠাৎ তিনি লাফ দেন। এতে ওই ট্রাকের চালক বিস্মিত হন এবং সড়কের লেন পরিবর্তন করতে বাধ্য হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করে। রোববার তাকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়। বিচার শেষে তাকে জরিমানা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন