চাঁদ দেখা কমিটির সম্মানী ভাতা কতো?
এবারের ঈদে চাঁদ দেখা নিয়ে জটিলতার পর অনেকেরই প্রশ্ন: কীভাবে কাজ করে জাতীয় চাঁদ দেখা কমিটি? এ কমিটির সদস্য কারা? দায়িত্ব পালন করতে গিয়ে কমিটির সদস্যরা কি কোনো সম্মানী পান? পেলে কতো?
এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলছেন: চাঁদ দেখার জন্য কোনো সম্মানির ব্যবস্থা নেই। তবে, একটি সিটিং অ্যালাউন্স আমরা রেখেছি।
সেটার পরিমাণ জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হচ্ছে: চাঁদ দেখা কমিটির সদস্যরা সিটিং অ্যালাউন্স বাবদ ২ হাজার টাকা পেয়ে থাকেন। সরকার নির্ধারিত কর বাদ দিয়ে ১শ’ টাকা প্রতি সদস্যের হাতে দেওয়া হয়।
জেলা পর্যায়ে চাঁদ দেখা কমিটির সদস্যরা ১ হাজার করে টাকা পেয়ে থাকেন।
ধর্ম মন্ত্রণালয় বলছে, চাঁদের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে ধর্মীয় সিদ্ধান্ত পুরোপুরি শরিয়তের উপর নির্ভর করে। এবারও যা হয়েছে সেটা শরিয়ত মেনেই হয়েছে, এখানে ভিন্ন কিছুর বিন্দুমাত্র সুযোগ নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন