চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষকের আত্মহত্যা
চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে বাতেন মিয়া (৫৫) নামের এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ মে) ভোরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে।
বাতেন মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা মফিজুর রহমানের ছেলে। গত ২২ বছর ধরে তিনি চাঁদপুরের শাহতলী জিলানী চিশতী কলেজে সমাজকর্ম বিষয়ে শিক্ষকতা করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তখন থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও তিনি গত ১৫ থেকে ২০ বছর একটি ব্লেজার সব সময় পরিধান করতেন। ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সঠিকভাবে কেউ জানাতে পারেননি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন