চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চাঁদপুরের শাহরাস্তি থানার বাকিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আরও দুইজন গুরুতর আহত হন।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গুকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। শাহরাস্তি থানার ওসি আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, এলেম হোসেন (৪৫), তার ছেলে আকরাম হোসেন (২২) ও তাদের প্রতিবেশী আবু সুফিয়ান (৪০)।
ওসি আলমগীর বলেন, শাহরাস্তির ওয়ারক গ্রাম থেকে এলেম হোসেন ছেলে আকরামসহ প্রতিবেশীদের নিয়ে সিএনজিযোগে মাছ ধরতে যাচ্ছিলেন। তাদের কাছে বড়শিও ছিল। তখন বিপরীত থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।
তবে কী ধরনের গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে গেছে, জীবিত যাত্রীদের কেউ তা বলতে পারেননি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন