চাঁদপুরে হঠাৎ নৌকায় ভোট চাইতে সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-03-06-33-01-18_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চাঁদপুরে নৌকা প্রতীকে ভোট দিয়ে পাঁচটি আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী।
২ জানুয়ারি মঙ্গলবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি চাঁদপুর-হাইমচরের নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও মেরিন একাডেমি স্থাপনসহ গেলো ১৫ বছরের উন্নয়ন তুলে ধরেন।
এছাড়াও আগামীতে চাঁদপুর মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদনসহ হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও মতলব আইসিটি পার্কসহ পদক্ষেপ নেয়া উন্নয়নমুলক অসমাপ্ত কাজগুলো শেষ করতে নৌকায় ভোট চান তিনি।
ওইসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ সাংবাদিকবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন