চাঁদপুরের কচুয়ায় ভাতিজার ছোড়া ইটের আঘাতে চাচার মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় জমি বিরোধের জেরে বাগবিতণ্ডায় ভাতিজার ছোড়া ইটের আঘাতে সিরাজুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত জমির উদ্দিন প্রধানিয়ার ছেলে।

নিহতের স্ত্রী মাকসুদা বেগম বলেন, সম্পত্তি নিয়ে ছোট ভাই তাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছে। সকালে তাজুল ইসলামের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম, বড় ছেলে সাইফুল ইসলাম ও ছোট ছেলে আবির সংঘবদ্ধ হয়ে হামলা করে। এরমধ্যে তাজুল ইসলামের বড় ছেলে সাইফুল ইসলামের ছোড়া ইটের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাজুল ইসলামসহ তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িত তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও জেলের বউকে আট করে থানায় নিয়ে আসে পুলিশ আজ শনিবার। তবে ঘটনার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম ও আবিদ পলাতক।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।