চাঁদপুরের মতলব উত্তরে পৌর নির্বাচনে ৭৮ জনের মনোনয়ন পত্র দাখিল

চাঁদপুর মতলব উত্তর ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন বলে জানান নির্বাচন অফিসার। গত ১৮ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মেয়র প্রার্থী ১০, কাউন্সিলর প্রার্থী ৫৫, মহিলা সংরক্ষিত আসন ১৩। মোট ৭৮প্রার্থী মনোনয়ন দাখিল করেন বলে জানা যায়। মনোনয়নপত্র বাছাইকৃত ১৯ জুন, উদ্র২৫ জুন, প্রতীক বরাদ্দ ২৬ জুন ১৭ ই জুন নির্বাচনঅনুষ্ঠিত হবে। মোট ওয়ার্ড ৯, কেন্দ্র হ্যালো ১৬, মোট ভোটার সংখ্যা ৩৩৩৩৬।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন (১)নৌকার প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন লায়ন্স আরিফুল্লা সরকার, (২) স্বতন্ত্র প্রার্থী থেকে আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান সেলিম,( ৩)মেয়র প্রার্থী জিনিয়া স্কুলের সভাপতি নাসির উদ্দিন,(৪) মেয়র প্রার্থী আলাউদ্দিন সরকার,(৫) মেয়র প্রার্থী আতিকুর রহমান,(৬) মেয়র প্রার্থী সেলিম হোসেন,(৭) মেয়র প্রার্থী মিজানুর রহমান, (৮)বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী নুরুল হক সিআইডি, (৯)মেয়র প্রার্থী আমেনা বেগম, (১০) মেয়র পার্থী. আবদুল ওয়াদোধ চৌধুরীর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















