চাঁদপুরের হাজিগঞ্জ শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দিরে উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
চাঁদপুরের হাজীগঞ্জে শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউর মন্দির উচ্চঙ্গা গ্ৰাম থেকে রথযাত্রা শুরু হয়ে হাজীগঞ্জ পৌরসভার পৌর মহাশ্মশানের পাশে অভয়নগর নগর আন্তর্জাতিক কৃষ্ণভাবনা সংঘের মন্দির প্রাঙ্গনে এসে রথযাত্রার শেষ হয়। শ্রীশ্রী উচ্চঙ্গা মন্দির রথের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহিদাস বণিক এবং আশির্বাদ এ সুখময় কানাই দাস অধিকারী অধ্যক্ষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত, বিশেষ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রান কৃষ্ণ সাহা মনা।
দপ্তর সম্পাদক সুজন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি রাধাকান্ত রাজু, সহ-সভাপতি ডাঃ নরেশ চন্দ্র, প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা আরো অনেক ভক্তবৃন্দ। অনুষ্ঠানে এবং শোভাযাত্রায় হাজীগঞ্জে উপজেলা সহ চাঁদপুর জেলা সহ বিভিন্ন উপজেলা থেকে সহস্রাধিক ভক্তবৃন্দ বৃষ্টি উপেক্ষা করে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা চাঁদপুর মহাসড়ক।
দুপুর ২ টায় রথযাত্রা শুরু হয় হাজীগঞ্জ পৌরসভা পৌর মহাশ্মশানে পাশে অভয় নগরে আসতে বিকেল পাঁচটা বাজে। উক্ত রথযাত্রা শোভাযাত্রা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ধর্মীয় স্লোগান বিশ্ব শান্তি কামনায় বিভিন্ন স্লোগান মুখরিত করে তোলে ইসকন ভক্তরা। তাই এবার রথযাত্রা অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষটা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে।
উক্ত রথযাত্রা উপলক্ষে হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে পাশে অভয়নগরে ইসকন সংঘের ৭ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে শেষ হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন