চাঁদপুরের হাজীগঞ্জে ৫ দিনব্যাপী হরিনাম সংকীর্ত্তন চলছে

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে মহা নামযজ্ঞানুষ্টান বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে শুরু ১০ জানুয়ারী পযর্ন্ত চলবে এই হরিনাম সংকীর্ত্তন।

হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে কার্যকরি কমিটির সদস্যবৃন্দ সাধারণ সদস্যবৃন্দ ও সর্বস্তরের ভক্তবৃন্দ উক্ত মহানামযজ্ঞের আয়োজন প্রতি বছর এর ন্যয় এবার ও হরি নাম সংকীর্ত্তনের আয়োজন করেছে।

কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় মধুর হরিনাম সংকীর্ত্তন। এই হরিনাম সংকীর্ত্তন সনাতন ধর্ম শাস্ত্রের সার সিদ্ধান্ত। তাই জগৎ মঙ্গলার্থে ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিগত বছরের ন্যায় এবার ও শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া প্রাঙ্গণে ৪৫ তম বাৎসরিক ৪০ প্রহর ৫ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ ও মহা প্রসাদ আশ্বাদন শুভ আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মধুর হরিনাম পরিবেশনায় থাকছেন।

হাজীগঞ্জ হিন্দু কল্যান ও সৎকার সমিতি তথা হাজীগঞ্জ পৌর মহাশ্মশান কমপ্লেক্স এর কার্যকরি কমিটির পক্ষে সভাপতি অপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা বলেন আপনারা মহোৎসবের প্রতিটি পর্বে স্বপরিজন ও স্ববান্ধবে শুভাগমন করে এই মহতি শুভ আয়োজনকে মধুময় ও সার্থক করে তোলার জন্য আন্তরিকতার সহিত আমন্ত্রণ জানাচ্ছি।