চাঁদপুরের হাজীগঞ্জের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে

চাঁদপুর জেলার হাজীগঞ্জে এক শিক্ষক এর রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেছেন- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লন্ডন প্রবাসী কাজী জাহিদুল ইসলাম জিলন।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সবার প্রিয় শিক্ষক মোঃ মকবুল হোসেনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিলেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এর পাশাপাশি বিদায় দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আখন্দ,সিনিয়র সহকারী শিক্ষক নকুল চন্দ্র (অবসরপ্রাপ্ত), সাবেক সিনিয়র সহকারী শিক্ষক নিত্যু গোপাল সরকার।

বৃহস্পতিবার মেনাপুর পীর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল আকারে জাঁকজমকভাবে, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মো: সাবের হোসেনের সঞ্চালনায় -বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের,সভাপতি ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ সামি, মোবারক হোসেন, মো: নাসির, মোঃ নজরুল ইসলাম, কাউসার আহমেদ, শাহ আলম ঢালী, আনসার আখন্দ,লোকমান আখন, দুলাল চন্দ্র, সোহেল সহ আরো অনেকের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।

সংবর্ধিত শিক্ষক মোঃ মুকবুল হোসেন বলেন, আমি মেনাপুর পীর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ১১ এপ্রিল ১৯৯২ সালে এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। পরবর্তীতে সহকারি প্রধান শিক্ষক এবং দুবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থাকাকালীন অবস্থায় শিক্ষকতার ৩২ বছর বয়সে এ পেশা থেকে অবসর গ্রহণ করি।

চেষ্টা করেছি ন্যয় নীতি ও আদর্শ বজায় রাখতে কতটুকু করতে পেরেছি তা জানি না। এমন বিদায় সংবর্ধনায় এলাকার সকল মানুষজন, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ওই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক কাউছার পাটোওয়ারী,শাহ-আলমখান, হাবীব ঢালী,টিটন প্রধানিয়া,আক্তার হোসেন, কামাল প্রধানিয়া, আহমেদ বাবু ,কামাল হোসেন, শাহাদাত প্রধানীয়া ,হুমায়ুন, ইকবাল, মারুফ,মাসুদ কাজী,মামুন কাজী, মাকসুদ আলম,শাহরিয়ার মামুন ,নাইম খান, অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, সকল শিক্ষক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।