চাঁদরাতে খবর গেলো সড়কে স্বামী-স্ত্রী ও শাশুড়ির লাশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/08/nowga-20180821202733.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর মহাদেবপুর উপজেলায় চাঁদরাতে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা মোটরসাইকেলযোগে রাজশাহী যাচ্ছিলেন। তারা রাজশাহী শহরের বাসিন্দা। নিহত সুমন তার স্ত্রী ও শাশুড়িকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এর মধ্যে বাড়িতে খবর গেলো তারা সবাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ৭টার দিকে নওগাঁ থেকে সুমন তার স্ত্রী ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলযোগে রাজশাহী যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকচাপায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন তারা।
মহাদেবপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে চালক। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন