চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া সচিব সমমর্যাদার পরিকল্পনা কমিশনের একটি সদস্যপদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বদলি ও পদোন্নতির মাধ্যমে এসব পদে পরিবর্তন করা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।
আর কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন।

কামাল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

শেষের দুজনকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।