চিরনিদ্রায় শায়িত হলেন ‘নেত্ররত্ন’ এর সম্পাদক মঞ্জুরুল হক

আধুনিক নেত্রকোণা জেলার গৌরবোজ্জ্বল ইতিহাস ‘নেত্ররত্ন’ এর সম্পাদক মঞ্জুরুল হককে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী নেত্রকোণা মোক্তারপাড়াস্থ বড় মসজিদে রাত ১১ টায় প্রথম জানাযা ও কলমাকান্দার সৌলজান গ্রামে সকাল সাড়ে ১০ টায় তার নিজ বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

গতকাল তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।হৃদরোগজনীত কারনে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ছোট ছেলে ইঞ্জিনিয়ার আশরাফুল হক জানান তার বাবার হার্টে রিং পড়ানো হয়েছিল।

তিনি আরও জানান যে তার বাবার শরীর মোটামুটি ভালো ছিল কিন্তু ২৫ ডিসেম্বর সকালে নাস্তার পর হঠাৎ করে শরীরের অবস্থা খারাপ হতে থাকে। ডাক্তার তাকে আইসিইউতে নিলে সেখানে অবস্থার আরও অবনতি হলে সকাল সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলার বিশিষ্ট জন, লেখক ও সংস্কৃতি কর্মীগণ।জেলার বিশিষ্ট লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আরও যারা শোক জানিয়েছেন শিক্ষক সুভাষ পন্ডিত, শিক্ষক আসাদুজ্জান রুমান, শিক্ষক এমদাদুল হক খান, সাংবাদিক দিলওয়ার খান, শিক্ষক তপন চন্দ্র দাস, ব্যাংক কর্মকর্তা পিযুষ দেবনাথ, শিক্ষক নারায়ন চন্দ্র দাস, সংস্কৃতি কর্মী আশীষ সরকার দুলাল, প্রলয় সরকার টাবলু ও ব্যাংক কর্মকর্তা স্বপন তালুকদার প্রমুখ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ২পুত্র ও দুই কন্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।