চীনকে ধাক্কা দিতে ‘কুইন এলিজাবেথ’ পাঠাচ্ছে যুক্তরাজ্য
প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব বেড়ে চলার প্রেক্ষিতে বেইজিংকে শক্তি দেখানোর জন্য বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের বিশাল আকারের এইচএমএস কুইন এলিজাবেথ যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরে পাঠানোর জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে ইতিমধ্যে আলোচনা করছে ব্রিটেন।
অস্ট্রেলিয়ার সেনাদের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের ওই এলাকায় ব্রিটিশ যুদ্ধজাহাজও মোতায়েন থাকবে।
শুক্রবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেরিস পায়ানে, পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন এবং এডিনবার্গ ও স্কটল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে আলোচনা করেন।
কুইন এলিজাবেথ যুদ্ধজাহাজ হচ্ছে রাজকীয় ব্রিটিশ নৌবাহিনীর জন্য তৈরি এ যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। তবে এ পরিকল্পনা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না, ২০২০ সাল নাগাদ জাহাজটি মোতায়েন করা হতে পারে।
পরে এক সংবাদ সম্মেলনে উলিয়ামসন বলেন, আমরা আশা করছি প্রশান্ত মহাসাগরে এইচএমএস কুইন এলিজাবেথ মোতায়েন করব এবং একসঙ্গে কাজ করব। আমরা সারা বিশ্বকে দেখাতে চাই যে, আমরা দুই দেশ ঘনিষ্ঠ মিত্র।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন