চীনা পোশাক কিনে নিজের নামে বিক্রি করছেন আনুশকা!
‘নাশ’ নামে গত ৩ অক্টোবর একটি পোশাকের ব্র্যান্ড চালু করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এরইমধ্যে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।
ব্র্যান্ডের উদ্বোধনীর সময় আনুশকা জানিয়েছিলেন, তিনি নিজেই সব পোশাকের ডিজাইন করেছেন। কিন্তু দেখা গেছে ব্র্যান্ডের বেশ কয়েকটি পোশাক তার ডিজাইন তো দূরের কথা এগুলো তার দেশেরই নয়। এগুলো কিনে আনা হয়েছে প্রতিবেশী দেশ চীন থেকে।
বিষয়টি নিয়ে আনুশকার মুখপাত্র বলছেন, একাধিক অসঙ্গতির খবর তাদের কানে গেছে। সত্যটা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন তারা!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন