চীনে ফের বাড়ছে প্রাণঘাতী করোনার প্রকোপ

চীনে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। দেশটির প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউর মতে, এই শীতে চীনে তিন দফায় কোভিড সংক্রমণ দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকোপ তার মধ্যে প্রথম। এই নিয়ে দেশটির নাগরিকরা সতর্কতার সঙ্গে দিন পার করছেন।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার চীনের প্রধান শহরগুলোর রাস্তাগুলো অনেক শান্ত ছিল। লোকজন উত্তর থেকে দক্ষিণে শহুরে কেন্দ্রগুলোকে আঘাত হানা করোনা সংক্রমণের ঢেউ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বাড়িতেই অবস্থান করছে।

দেশটি ৭ ডিসেম্বরের পর থেকে কোভিডে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর দেয়নি। সেই সময় অভূতপূর্ব বিক্ষোভের মুখে জিরো কোভিড নীতি সংক্রান্ত বেশিরভাগ বিধিনিষেধ স্থগিত করে চীন। যদিও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং জিরো কোভিড নীতিকে ব্যাপকভাবে সমর্থন করেন।

চীনে জিরো কোভিড নিষেধাজ্ঞা শিথিল করার অংশ হিসেবে ভাইরাসের মাস টেস্টিং বন্ধ হয়েছে। সংক্রমণের সরকারি সংখ্যা সংক্রমণের সম্পূর্ণ বিষয়টি ধারণ করতে পারে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ১৭ ডিসেম্বর চীনে প্রায় ২ হাজার ৯৭ জনের উপসর্গযুক্ত নতুন কোভিড সংক্রমণের খবর দিয়েছে।