চীনে মুসলিমদের রোজা রাখায় নিষেধাজ্ঞা!
চীনের শিনজিয়াং অঞ্চল। এখানে মূলত চীনের মুসলিম উইঘুর সম্প্রদায়ের লোকেরা বসবাস করে৷ গত কয়েক বছর ধরে চীনের কমিউনিস্ট সরকার এই অঞ্চলে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে৷ চীনের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, রমজান মাসে হোটেল, রেস্তোরাঁসহ যাবতীয় খাবারের দোকান খোলা রাখতে হবে৷
চলতি বছরের রমজান মাসেও ওই নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানা গেছে। তাই, এ বছরও রোজা রাখতে পারবেন না মুসলিমরা৷
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি চাকুরিজীবী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা রোজা রাখতে পারবেন না৷ মুসলিম মালিকদের খাবার হোটেল খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার চীনা সরকারি ওয়েবসাইটগুলিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷
এ বিষয়ে উইঘুরের মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ওই নিষেধাজ্ঞার ফলে জাতিগত উত্তেজনা বাড়বে৷
প্রসঙ্গত, গত কয়েক বছরে এ অঞ্চলে জাতিগত দাঙ্গায় শত শত মানুষের মৃত্যু হয়েছে৷
সূত্র: খালিজ টাইমস ও ওয়েবসাইট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন