চীনে ১৩৩ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/প্লেন-বিমান-উড়োজাহাজ.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩৩ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনার খবর জানায় ফরাসি সংবাদমাধ্যম এএফপি।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি জুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে।
তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।
সূত্র: এএফপি, আল-জাজিরা
সোমবার (২১ মার্চ) গুয়াংশির পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
সিসিটিভির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ১৩৩ জন যাত্রী বহনকারী চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।
এদিকে এ দুর্ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানি হয়েছে কি না, এখন পর্যন্ত তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, চীনে এই বিমান দুর্ঘটনার একটি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফুটেজটি দুর্ঘটনায় পড়া বিমানটির কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সূচি অনুযায়ী, সোমবার (২১ মার্চ) চীনের ইস্টার্ন এয়ারলাইনসের মালিকানাধীন বিমানটির কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার কথা ছিল বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের খবরে।
সিসিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন