চীনের প্রাচীরে বসানো হচ্ছে ৩০০টি হাই ডেফিনেশন ক্যামেরা
চীনের প্রাচীরে বসানো হবে এবার হাই ডেফিনেশন ক্যামেরা। প্রায় ৩০০টি ক্যামেরা বসানো হচ্ছে এই প্রাচীর জুড়ে।
বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল এই চীনের প্রাচীর। এই সমস্ত স্থাপত্যশিল্পের মধ্যে নিজেদের নাম কিংবা প্রিয়জনের নাম খোদাই করে স্থাপত্যশিল্পের মত নিজেদের সম্পর্ককেও অমর করার চেষ্টা করেন অনেকেই। এই বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই কারণে এই বিষয়টির সমাধানে নতুন উদ্যোগ নিল চীন সরকার।
বিদেশি পর্যটকদের কাছে এই প্রাচীর অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। কিন্তু সেই প্রাচীরেই এমন নাম খোদাইয়ের বিষয়টি খুবই দৃষ্টিকটু। একইসঙ্গে এই সমস্ত ঐতিহাসিক স্থাপত্য শিল্পের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। চীনের প্রাচীর রক্ষার উদ্দেশে ইতিমধ্যেই এলাকা জুড়ে চলছিল টহলদারি। কিন্তু এরপরেও এই প্রাচীরটিকে রক্ষা করা যাচ্ছিল না। সেই কারণেই এই প্রাচীর জুড়ে বসানো হয়েছে এই বিশেষ ক্যামেরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন