চুয়াডাঙ্গায় নিশান ট্রেডার্সে রঙ মেশানো শিশুখাদ্য বিক্রির অপরাধে জরিমানা

চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, আজ (২৫ নভেম্বর) সোমবার জীবননগর উপজেলার হাসাদাহ বিডিআর ক্যাম্পের সম্মুখে মেসার্স নিশান ট্রেডার্সে তদারকি চালানো হয়।

সেসময় ব্যবসা প্রতিষ্ঠানে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য, বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেইসাথে অনুমোদনবিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

পরে জব্দকৃত শিশু খাদ্যে রঙ মেশানোসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ এবং বেনামি মামলাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে তদারকি পরিচালনাকালে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিমসহ সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম সার্বিক সহযোগিতা করে।