চুয়াডাঙ্গায় পান বরজ থেকে আ.লীগ নেতার ভৌ-দৌড়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/4615652165621-841x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজনীতি একটি মহান পেশা। অথচ সমাজে কিছু মুখোষধারী নেতাকর্মীদের দুষ্টু কাজের খেসারতে সেবামূলক এ পেশার মান আজ অনেক নিচে নেমেছে। এমন বিভিন্ন অভিযোগমূলক কাজের অংশ হিসেবে ইসলাম আলী নামের এক রাজনৈতিক ব্যক্তি ৫ম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকন্যাকে শ্লীলতাহানির চেষ্টায় ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের নিজ বাড়ীর পাশে পান বরজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসলাম আলী জেহালা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে নির্যাতিত শিশুকন্যার বাবা জানান, আমার কন্যা ৫ম শ্রেণিতে পড়ে। গতকাল তার সহপাঠীর বাড়িতে যায় মেয়ে। সেসময় মেয়ের বান্ধবীর বাবা ইসলাম আলী ফুঁসলিয়ে পাশের পানবরজে নিয়ে যান। পরে শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে। সেসময় ইসলাম আলীর স্ত্রী বিদ্যুৎগতিতে ঘটনাস্থলে উপস্থিত হলে ভৌ—দৌড় দিয়ে পালিয়ে যান অভিযুক্তকারী।
এ ঘটনায় নির্যাতিত শিশুকন্যার বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় ধর্ষণ অপচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনা সম্পর্কে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাই—বাচাই করা হচ্ছে। অভিযোগ সঠিক হলে এজাহার দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন