চুয়াডাঙ্গায় বেড়েছে ছিনতাইকারীদের কৌশল
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাথা চাড়া দিয়ে উঠেছে ছিনতাই চক্রের সদস্য। তারা বাস গরুর হাটসহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে নিয়ে যাচ্ছে টাকা পয়সা। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গায় ইউসুফ মিয়া (১৬) নামের এক চালকের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করেছে পাটির তিন সদস্য।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) দর্শনা হল্ট স্টেশন-দোস্ত বটতলা সড়কে এ ঘটনা ঘটে। পরে ওই ইজিবাইক চালক ইউসুফ আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।
ইউসুফ মিয়া দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের ওমর ফারুকের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল ইউসুফ মিয়ার (১৬) ইজিবাইক ভাড়া করেন ছিনতাইকারীর তিন সদস্য। সেসময় তাকে দর্শনা হল্ট স্টেশন হয়ে দোস্ত বাজারের বটতলার কাছে নিয়ে যায় । এরপর রাস্তার মধ্যে ইজিবাইক চালককে কোমল পানীয় ও বিস্কুট খাওয়ানো হয়। কিছুক্ণ পর জ্ঞান ইউসুফ জ্ঞান হারিয়ে ফেললে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সেসময়।ছিনিয়ে নেয়া হয় কাছে থাকা একটি স্মার্টফোন ও নগদ টাকা।
পরে ইজিবাইক চালক ইউসুফকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার ৪ ঘণ্টা পর জ্ঞান ফেরে তার।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া জানান, চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর তিনি জ্ঞান হারান। এরপর তাকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
এদিকে পত্রিকার বরাত দিয়ে স্থানীয়রা জানিয়েছে চুয়াডাঙ্গায় ছিনতাইকারীরা কৌশল পাল্টিয়ে যেখানে সেখানে কয়েকদিন পরপর অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই এর ঘটনা ঘটেই চলেছে। আরমাত্র ১২ দিন পর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অজ্ঞান পার্টির প্রতি প্রতিরোধ করার দাবী জনিয়েছে সচেতন জনগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন