চুয়াডাঙ্গায় ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/Gallery_1685181036389.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ভূমি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ।শনিবার (২৭ মে) ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ভূমি মন্ত্রণালয়সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বাস্তবায়নে সকাল ১০টায় ৫দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, পেশকার ও সমপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ডিসি সাহিত্য মঞ্চ’র সেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন