চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ট্যাংকি থেকে রুপার গহনা উদ্ধার
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ট্যাংকের ভিতর থেকে প্রায় ১১ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
শনিবার (৬ মে) সদর উপজেলার গোলাপনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে গহনাসহ তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে সারোয়ার উদ্দিন (২৮) ও সুলতানপুর গ্রামের আব্দুল বারির ছেলে ফারুক হোসেন (৩২)।
অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, গোলাপনগর মোড় এলাকায় রুপা পাচার হবে এমন গোপন সংবাদ পাওয়ার পর আমার নেতৃত্বে এসআই আতিকুর রহমান, এএসআই বিজন কুমার ভট্টাচার্য ও আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মোড় এলাকায় অভিযান চালায়। ডিবি পুলিশের অভিযান চালায়। সেসময় একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটরসাইকেলে দুই ব্যক্তিকে আসতে দেখে তাদেরকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত হিরো গ্ল্যামার মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত নুপুর, নুপুরের লক, বাচ্চাদের হাতের বালা, হাতের ব্রেসলেট, পায়েল, আংটিসহ সর্বমোট ১০ কেজি ৯৬৫ গ্রাম বিভিন্ন ধরণের রুপার গহনা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, উদ্ধার হওয়া রুপার গহনার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা। রুপার চালানটি ফরিদপুরে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন