চুরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি মদ উদ্ধার!

শৌখিন চোর৷ সবচেয়ে দামি মদ সে চুরি করেছিল বিশ্বের৷ মদের পাশাপাশি বোতলটা কোনো অংশের কম নয়৷ হিরা-সোনা দিয়ে মোড়া৷ এমনই দামি বোতলে ছিল ভদকা৷ সেটা চুরি হয়ে যাওয়ায় হই হই কাণ্ড ছড়িয়েছিল ডেনমার্কে৷ খবর বিবিসি’র।

জানা গেছে, রাজধানী কোপেনহেগেনের বিখ্যাত বার থেকে চুরি যাওয়া ভদকার বোতলের দাম ১.৩ মিলিয়ন ডলার৷ টকার মূল্যে এই বোতলের দাম প্রায় ১৩ লক্ষ টাকা৷ পরে জানা যায়, সেই দামি মদ ও বোতল কেউ ফেলে রেখেছে একটি নির্মীয়মাণ বাড়ির কাছে৷

খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ৷ উদ্ধার করা হয় বিশ্বের সবথেকে দামি মদের বোতল৷ এত দামি মদ কে নিয়ে পালিয়েছিল সেই প্রশ্নের উত্তর ইয়দ্ধারে গোয়েন্দারা নেমে পড়েছেন ইতোমধ্যেই৷

তবে বোতলটি ফিরে আসায় খুশি মদ্যপ্রেমীরা৷ বিশ্বজুড়ে কদর এই বোতলের৷ ডেনমার্কের ক্যাফ-৩৩ বার খুবই জনপ্রিয়৷ এই বারের সংগ্রহে আছে দুনিয়ার সেরা মদ ও দামি বোতল৷ এর বিশেষত্ব হলো, এখানে মদ প্রদর্শনের জন্য সাজানো থাকে।