চুয়াডাঙ্গায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন যেন কিছুতেই থামছে না। বারবার প্রশাসনিকভাবে অভিযান চালালেও স্থানীয় বালি ও মাটিব্যবসায়ীরা প্রশাসনকে উপেক্ষা করে দিন বা রাতে চালিয়ে যাচ্ছে এ সকল অপরাধমুলক কর্মকাণ্ড।
এতে করে পরিবেশ রক্ষায় দারুণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে নদী নালাসহ কৃষি জমি। যা প্রভাব পড়ছে কৃষকদের ওপর। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভৈরব নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করার অপরাধে কোমরপুরের বালি ও মাটি ব্যবসায়ী লাল্টুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহল ও মাটিব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এ জরিমানা করা হয়।
অপরদিকে, কার্পাসডাঙ্গা কবরস্থানমোড়ে অবস্থিত সেবা ক্লিনিকের মালিক জহির উদ্দীন মেডিক্যাল প্র্যাকটিসের অপরাধে বেসরকারী ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেসময় উপজেলা স্যানেটারী অফিসার জামাত আলী উপস্থিত ছিলেন । ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা ও সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ.এস.আই মসলেম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স।
এদিকে স্থানীয়দের অনেকেই জানিয়ে, এ অঞ্চলে দিন কিংবা রাতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি ও মাটি উত্তোলন করে এক শ্রেণী প্রভাবশালী মহল। এদেরকে আইনের আওতায় আনতে হলে প্রশাসনকে অনেকবেশি সচেতন থাকতে হবে। যদি প্রতিনিয়ত দিন বা রাতে অভিযান অব্যাহত রাখা যায় তাহলে একসময় ঠিকই বন্ধ হবে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের কাজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন