চুয়াডাঙ্গায় ধাওয়া করে স্বর্ণের বারসহ বাংলাকে আটক করলো বিজিবি
চুয়াডাঙ্গায় ২২টি সোনার বার ও মোটরসাইকেল জব্দসহ বাংলাকে (৪২) আটক করেছে বিজিবি।
বুধবার (৫ এপ্রিল) দামুড়হুদা উপজেলার দর্শনা রেলগেট এলাকায় দর্শনা রেলক্রসিংয়ের কাছ থেকে তাকে আটক করা হয়।
আবু সাঈদ খান ওরফে বাংলা দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে।
এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ জানান, স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উথলী মহাসড়কে অভিযান চালায় বিজিবি।
উথলীর দিক থেকে দর্শনার দিকে আসা মোটরসাইকেল আরোহী বাংলাকে দেখে গতিরোধ করতে হাত মারে বিজিবি।
সেসময় আরও দ্রুতগতিতে দর্শনার দিকে বাইক চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দর্শনা রেলগেট থেকে আটক করা হয় তাকে।
সেসময় ২২টি সোনার বার তার শরীর থেকে জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ৪ কেজি ৪১৬ গ্রাম ওজন হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন