ছাত্র সংসদ প্রতিষ্ঠাসহ ১০ দাবি ইবি ছাত্র আন্দোলনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের কাছে এসব দাবিতে স্মারকলিপি দেয় সংগঠনটি। এসময় সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০ দফা দাবি হল, অনতিবিলম্বে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ও প্রতিবন্ধী কোটা ব্যতীত অন্যান্য অযৌক্তিক সকল কোটা বাতিল, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য সরকারের সাথে যোগাযোগের পদক্ষেপ গ্রহণ, মেয়েদের নামাজের স্থান নির্ধারণ, সেশনজট নিরসন, ভর্তি ফি হ্রাস আইন, জটিলতা কাটিয়ে ইকসুর রোডম্যাপ ঘোষণা, সুপেয় পানির জন্য ফিলটার স্থাপন, সনদ উত্তোলনে ভোগান্তি নিরসন, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হল সমূহে ভেন্ডিং মেশিন স্থাপন ও ওষুধ (ব্যথানাশক, প্রাথমিক চিকিৎসার পণ্য) সরবরাহ নিশ্চিত এবং ইবি চিকিৎসাকেন্দ্রের সেবা উন্নতকরণ।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইতোমধ্যে কিছু দাবি বাস্তবায়ন করেছি, অন্য দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আর ইকসু গঠনের বিষয়ে এখনো আলোচনা করিনি, পরবর্তী সিন্ডিকেটে আলোচনা করব।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন