ছুঁয়ে দেখিনি || সাবিনা ইয়াসমিন

ছুঁয়ে দেখিনি
সাবিনা ইয়াসমিন
তুমি শিশির সকালে সবুজ ঘাসে,
ছুঁয়ে দেখিনি কখনো তোমার হৃদয়ে এসে।
তুমি ফুটন্ত পদ্ম ঠান্ডা জলে,
ছুঁয়ে দেখিনি শীতে কাঁপো বলে!
তুমি হিমালয় পাহাড়ের ছায়া,
ছুঁয়ে দেখিনি কখনো লাগবে মায়া ।
তুমি দক্ষিণার পাগলা হাওয়া,
ছুঁয়ে দেখিনি বলে, তোমায় হয়নি পাওয়া!
তুমি বৃষ্টির শব্দ ঝমঝম,
ছুঁয়ে দেখিনি ওরে প্রিয়তম।
তুমি ফুটন্ত রাতের গোলাপ ফুল,
ছুঁয়ে দেখিনি-
কাঁটা বিঁধবে হাতে, হয়ে গেলে ভুল!

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন