ছোট্ট একটি ভুলেই হ্যাক হতে পারে আপনার স্মার্টফোন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/45.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কর্মব্যস্ত দিনের মাঝে স্মার্টফোনটি চার্জে দিতে আমরা প্রায়ই ভুলে যাই। অনেক সময় কম্পিউটারে বসে কাজ করছেন, হঠাৎ খেয়াল করলেন আপনার স্মার্টফোনটির চার্জ একেবারেই নেই।
এমন সময় আমরা যা করি, ডেটা কেবল ফোনের সঙ্গে যুক্ত কম্পিউটারের সঙ্গে লাগিয়ে ফোনটিকে চার্জে বসিয়ে দেই। কিন্তু কখনও ভেবেছেন কি, এমন করার ফলে আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে!
সম্প্রতি এমনটাই দাবি করছে ক্যাসপার্সকি ল্যাব। বিশ্বখ্যাত অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারী সংস্থার গবেষক অ্যালেক্সি কোমারভ সতর্ক করে বলছেন, ‘আপনার ডিভাইস আইডি ট্র্যাক করে নিঃশব্দে তাতে অ্যাডওয়্যার কিংবা র্যানসামওয়্যার ঢুকিয়ে দেওয়া হতে পারে। ‘
কম্পিউটারের মাধ্যমে ফোন চার্জে বসালে কী কী তথ্য় চুরি হতে পারে এমন প্রশ্নের জবাবে ক্যাসপার্সকি জানিয়েছে, ফোনের নাম, নির্মাতা, সিরিয়াল নম্বর, অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য, ফাইল সিস্টেম, ইলেকট্রনিক চিপ আইডি সবকিছুই চলে যেতে পারে হ্যাকারদের দখলে।
তবে এ বিপদ এড়ানোর উপায় আছে। এর কিছু সাবধান দিয়েছেন গবেষকরা।
১. ইউএসবি চার্জিং পয়েন্ট ও কম্পিউটার কেনার সময় একমাত্র বিশ্বস্ত কোম্পানিরই কিনুন।
২. মোবাইল ফোনকে সব সময় পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। কিংবা ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশনের মতো ব্যবস্থা থাকলে তো কথাই নেই।
৩. ফোনে সব সময় অ্যান্টি ভাইরাস ইনস্টল করে রাখুন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন