ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানের শেহজাদ
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ওপেনার আহমেদ শেহজাদকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। সোমবার একটি সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক দ্য একপ্রেস ট্রিবিউন।
শেহজাদকে নিষিদ্ধ করার ঘোষণা এক বা দু’দিনের মধ্যেই পিসিবি দিতে পারে বলেও জানায় পত্রিকাটি।
গত মে’তে ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় শেহজাদকে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বাইরে রাখা হয়। তার বিরুদ্ধে ডোপিং আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে শাস্তির পরিমাণ বেড়ে ২ বছর হতে পারে। আর তৃতীয়বার ঘটলে আজীবন নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানি তারকা।
গত জুনেও স্কটল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে টি-টুয়েন্টি সিরিজ খেলেছেন শেহজাদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন