জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টরের গাড়িতে হামলা, তাঁতিবাজার মোড় ব্লক

তাঁতীবাজার-গুলিস্তানের মাঝামাঝি যায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. তাজাম্মুল হককে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রক্টরের গাড়ি চালক এবং প্রক্টরকে আঘাত করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তাঁতিবাজার-গুলিস্তানের মাঝামাঝি রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ৬ জানুয়ারি দুপুরের দিকে গুলিস্তান লেগুনা স্ট্যান্ডে এক শিক্ষার্থীর সাথে ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় লং মার্চ টু গুলিস্তান ঘোষণা করেছে ছাত্ররা। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাঁতিবাজার মোড় ব্লক করে রেখেছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রক্টরের গাড়িতে হামলাকারীদের থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। এদিকে এই ঘটনায় প্রক্টর সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেছেন।