জঙ্গি সাইফুলের সঙ্গে একাধিক লোক ছিল : ডিএমপি কমিশনার
জঙ্গি সাইফুলের সঙ্গে একাধিক লোক ছিল। তার সহযোগীরা ঢাকায় থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কশিনার আসাদুজ্জামান মিঞা।
তিনি বলেন, ‘কাউন্টার টেরোরিজম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছেন। এই জঙ্গিদের বড় ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা নাই। তবে বিচ্ছিন্ন কিছু ঘটাতে পারে।’
বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্ণ বন্ধে করনীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাইফুল সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘সে সম্প্রতি নব্য জেএমবিতে যোগ দিয়েছিল। তার পরিচয় আমরা নিশ্চিত করতে পেরেছি। কিন্তু রাজনৈতিক পরিচয় নিশ্চিত করার জন্য আরও তদন্ত প্রয়োজন।’
প্রসঙ্গত, রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে মঙ্গলবার সকালে আত্মঘাতী হয় জঙ্গি সাইফুল ইসলাম ২১)।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের চালানো ‘অপারেশন আগস্ট বাইট’ চলাকালে সোয়াটের গুলি ও বোমা বিস্ফোরণে সে মারা যায়। শোক দিবসে ৩২ নম্বরে আসা মিছিলে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল তার বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন