জঙ্গিদের কোনো দেশ কিংবা ধর্ম নেই : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কায় বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো দেশ কিংবা ধর্ম নেই। বাংলাদেশ সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলেও জানান তিনি।
ব্রুনাইয়ে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় তিনি একথা বলেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে ব্রুনাইয়ে তিনদিনে রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এম্পায়ার হোটেল কান্ট্রি ক্লাবের বলরুমে আয়োজিত সংবর্ধনা স্থলে পৌঁছালে প্রবাসীরা ফুল দিয়ে স্বাগত জানান সরকার প্রধানকে।
পরে তাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে তিনি শ্রীলঙ্কায় বোমা হামলার তীব্র নিন্দা জানান। এসময় প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় আট জায়গায় খুব বাজেভাবে হামলা হয়েছে। অনেক মানুষ মারা গেছেন। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকবো। বাংলাদেশের কোথাও আমরা জঙ্গিদের স্থান দেব না। এ ধরনের কোনো চিহ্ন দেখলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।’
এরআগে, স্থানীয় সময় দুপুরে ব্রুনাই পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। ব্রুনাইয়ের যুবরাজ আল মুহতাদি বিল্লাহ বলকিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি দেশটির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। সোমবার সকালে সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এতে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন