জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে
জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) শরীরে অবস্থা খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
এর আগে, গতকাল রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সুবীর নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ফাল্গুনী সবার কাছে তার বাবার জন্য দোয়া চান। হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করতে চিকিৎসকরা নির্দেশনা দেন বলেও জানান ফাল্গুনী।
সুবীর নন্দীর আত্মীয়া অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর জানিয়েছেন, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়।
সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছর গান করছেন। ক্যারিয়ারে তিনি প্রায় আড়াই হাজারেরও বেশি গান গেছেন। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে একুশে পদকে ভূষিত হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন