জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।
রবিবার (২৩ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন সড়ক চত্বরে মানববন্ধন কর্মসূচিতে তাঁরা ৫ দফা দাবি তুলে ধরেন।
৫ দফা দাবি গুলো হলো:
১. আউটসোর্সিং বাতিল করতে হবে, ২. সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে, ৩. কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে ৪. শিক্ষকের সম্মানী বৃদ্ধি করতে হবে, ৫. ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক, কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতন, ভাতাদি পরিশোধ করতে হবে।
মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রতিটি দপ্তরের কর্মচারীদের মত সমহারে কাজ করেও কেবলমাত্র প্রকল্পে কর্মরত থাকার কারণে বেতন বৈষম্যের স্বীকার হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। প্রকল্পের বঞ্চিত ও হতাশাগ্রস্থ অবশিষ্ট জনবলকে রাজস্বখাতে স্থানান্তরিত করা হলে তারা মাঠ পর্যায়ে সরকারের সকল পলিসি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে।
মানববন্ধনে বক্তারা জনবলকে রাজস্বখাতে স্থানান্তর, কর্মী-কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ আউটসোর্সিং ব্যতিরেকে প্রকল্পটি ঈদের পূর্বেই অনুমোদন পূর্বক বকেয়াসহ বেতন-বোনাস প্রদানের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভূঁইয়া, সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপাভাইজার-সদর মোঃ পেয়ার আহমদ।
এ সময় বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিের খতিব ও ইমাম, মাওলানা আশহাদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম, কাউখালী উপজেলা সাধারণ কেয়ারটেকার মোঃ আবুল বাশার বাদশা, কাপ্তাই উপজেলা সাধারণ কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা সাধারণ কেয়ারটেকার, মোঃ আলমগীর হোসেন, নানিয়ারচর উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা হাসানুর রহমান, মউশিক শিক্ষক সমিতি, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ওমর আলী।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি করেন। এসময় দোয়া মোনাজাত করেন রিজার্ভ বাজার জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা নঈম উদ্দিন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন