জবি ছাত্রী হলে নারীর জন্য সাইবার নিরাপত্তাঃ “চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে Bangladesh Women In Technology (BWIT) and Bangladesh Open Source Network (BDOSN) কর্তৃক আয়োজিত “নারীর জন্য সাইবার নিরাপত্তাঃ চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ অক্টোবর) সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জনাব সাইদ নাসিরুল্লা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি এর সহ-সভাপতি জনাব কানিজ ফাতেমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডাঃ মেখলা সরকার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা শারমীন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
হলের ছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতি ও বক্তাদের সাথে সাইবার ক্রাইম সম্পর্কে তাদের প্রশ্ন উত্তর পর্ব সেমিনার কে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। গুরুত্বপূর্ণ এই সেমিনারে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার সহ অন্যান্য হাউজ টিউটরাও উপস্থিত ছিলেন।
হল প্রভোস্ট শামীমা বেগম বলেন, সময়োপযোগি এই সেমিনার আয়োজনের জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পক্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা শারমীন কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রম এর কারণে সেমিনার টি এতো সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন