জবি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক নিয়োগের দাবি জোরালো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগের দাবি জোরালো হয়ে উঠেছে। এই মর্মে আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে এই দাবিটি উপস্থাপন করেছে।

দাবিটি তুলে ধরার সময় তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষকের অভাবের কারণে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগ দিলে এই সমস্যার একটি দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব।”

প্রতিনিধি দল উল্লেখ করে যে শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক চাপ কমবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া সহজতর হবে। এ ছাড়া এটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিনিধি দলের প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এই প্রস্তাবটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব এবং বিষয়টি নিয়ে আলোচনা করব।

শিক্ষার্থীদের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।