জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/IMG-20250214-WA0002-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটের পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়ছেন ৪৩ জন ভর্তিচ্ছু।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন ভর্তিচ্ছুরা এবং সকাল ৯ টার দিকে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেন।
জানা যায়, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে চলবে। প্রথম শিফট শুরু হয় সকাল সাড়ে ৯টা টায়, চলবে সাড়ে ১০টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনী ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনী পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এ ছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন