জয়পুরহাটের পাঁচবিবিতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসার‌ণের দা‌বিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

(১৮ মে) বরিবার ১১টায় আয়মারসুলপুর ইউপি চত্বরে আয়মারসুলপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনু‌ষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা, উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন ও আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন।

এ সময় বক্তারা বলেন মামুনুর রশিদ মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জয়পুরহাট পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও পলাতক ফ্যাসিস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনি, গণহত্যাকারী শেখ হাসিনার দোসর এবং জয়পুরহাট- ২ আসনের অবৈধ সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত আস্থাভাজন হিসাবে পরিচিত।

বক্তারা আরো বলেন, ইউপি চেয়ারম্যান মিল্টন একজন দূর্নীতিবাজ ও ভোট চোর চেয়ারম্যান। তিনি গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সব কার্যক্রম স্থবিরতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। দূর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহিতাদের। একারনে দ্রুত তা‌কে অপসারণ ক‌রে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।