জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি ব্যবস্হাপনায় হজ্ব বিষয়ক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও সরকারী ব্যবস্থাপনায় হজ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অননুষ্ঠিত হয়েছে।

(১৯ আগস্ট) বুধবার বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জেলা পরিচালক মোঃ সাজেদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপাইভাইজার রবিউল ইসলাম, ফিল্ড অফিসার মোত্তাকিনুল ইসলাম, মাস্টার ট্রেইনার আব্দুল ফাতাহ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, পেশ ইমাম মাওলানা মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।