জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীণ অভিবাসী বিষয়ক অ্যাভোকেসি সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীণ অভিবাসী বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৩ জানুয়ারী) বৃহস্পতিবার বেলা ১১টায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট- এসিডি’র আয়োজনে ও ব্যবস্থাপনায় ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন এসিডি’র প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম।

অভ্যন্তরীন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন গুলোকে এগিয়ে আসার আহবান জানানোই এ অ্যাডভোকেসীর উদ্দেশ্য।

এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ফয়সাল মামুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

সভায় প্রধান অতিথি অভিবাসীদের সরকারের সামাজিক সুরক্ষা প্রাপ্তিতে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন এবং কীভাবে সুরক্ষা প্রাপ্তি নিশ্চিত করা যাবে তা উল্লেখ করেন।

এসময় বিভিন্ন কমিউনিটির সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি সংস্হার প্রোগ্রাম অফিসার ফজলুল হক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে অভ্যন্তরীন অভিবাসী বিষয়ক প্রতিবাদ প্রজেক্টেরর মাধ্যমে উপস্থাপন করা হয়।