জয়পুরহাটের পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার মোঃ বেলায়েত হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, নবাগত থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক,বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন, আটাপাড়া বিজিবি বিওপি কোম্পানি কমান্ডার শ্রী অমরেশ চন্দ্র, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

বক্তারা বলেন, হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘেœ পালন করতে পারে সে জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে যোগাযোগ রয়েছে।পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারিসহ সার্বক্ষণিক পুলিশের টহল টিম অব্যাহত থাকবে।

এবার উপজেলায় ৭৫’টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো জানান।