জয়পুরহাটের পাঁচবিবিতে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর

জয়পুরহাটের পাঁচবিবিতে চুরি ও হারিয়ে যাওয়া ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদেরকে ফিরিয়ে দিয়েছে পাঁচবিবি থানা পুলিশ।

থানা সুত্রে জানা যায়, ইতোপূর্বে উপজেলার বিভিন্ন এলাকার ভূক্তভোগিরা তাদের চুরি ও হারানো মোবাইল উদ্ধারের জন্য থানায় সাধারণ ডায়েরী করেন।

ভূক্তভোগিদের সাধারণ ডায়েরী প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেনের দিক নির্দেশনায় এসআই সোহেল রানার তৎপরতা ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬ মোবাইল উদ্ধার করতে সক্ষম হোন। উদ্ধার হওয়া মোবাইল গুলো ১ মার্চ শনিবার দুপুরে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম।

এসময় তিনি সাংবাদিকদের জানান, মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। যাতে অনেকের গোপন তথ্য থাকে। অনেকের হারিয়ে যাওয়া সেই সব মোবাইল উদ্ধারের জন্য পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি করেন। উক্ত মোবাইল গুলো উদ্ধাররে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

অপর দিকে হারানো ও চুরি হওয়া মোবাইল হাতে পেয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানিয়েছেন ভূক্তভোগিরা।