জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

২৬ তারিখ বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাঃ আব্দুল কাদের চৌধুরী (পৌর পার্ক) কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,পাঁচবিবি থানা, উপজেলা ও পৌর বিএনপি, পাঁচবিবি প্রেসক্লাব, ফায়ার ষ্টেশন, বণিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পমাল্য অর্পণ করে।

সকাল ৮টায় সকাল পাঁচবিবি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পববর্তী কর্মসূচি শুরু হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজে অংশ গ্রহন করে।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আমির হামজা, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, তোফাজ্জল হোসেন, আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা কর্মপরিষদের সদস্য মোস্তাফিজার রহমান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল প্রমুখ।

উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিকেলে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও শিক্ষক, সাংবাদিক আব্দুল হাই।