‘জাতি গঠনে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/begum20150514083931.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এইচ. এম নুর আলনম, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘জাতি গঠনে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। মূল বক্তব্য উপস্থাপন করেন তরুন আওয়ামী লীগ নেতা জনাব রাশেক রহমান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য আলোচক তরুন জননেতা রাশেক রহমান বলেন, উন্নয়নের জন্য অসাম্প্রদায়িক রাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান অনেক বড় ভূমিকা পালন করতে পারে।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, জাতি গঠনে রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমেই আমাদের জাতীয় বিভিন্ন ইস্যুর উন্নয়ন করা সম্ভব। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন