জাতিসংঘ মহাসচিব আসছেন ১৩ মার্চ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের এক সফরে আগামী ১৩ মার্চ বাংলাদেশে আসছেন। এই সময়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নিবর্তনমূলক কর্মকাণ্ডের মুখে দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের সংকট মোচনের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ এ বছর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। কাতারে বাংলাদেশ সরকারের অনুরোধে সম্মেলনটি আয়োজন করা হতে পারে। এ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব ঢাকা সফরে আসছেন।

জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেস ২০১৮ সালে প্রথম ঢাকা সফর করেন। আগামী ১৬ মার্চ তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।