জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত তাহসান
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছা দূত হয়েছেন তাহসান। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাবিশ্বে ইউএনএইচসিআরের ৩২ জন শুভেচ্ছাদূত আছেন। যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন।
শুভেচ্ছাদূত নির্বাচিত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। ভাগ্যবান ৯৯ শতাংশ মানুষের একজন হিসেবে শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব।
ইউএনএইচসিআর বাংলাদেশে কাজ শুরু করে ১৯৭১ সালে। তখন শরণার্থী বাংলাদেশীদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনার কাজ করেছিল সংস্থাটি। রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছে ইউএনএইচসিআর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন